বন্যার পানিতে ঘুরতে গিয়ে ৫ ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলে নৌকা ডুবে দুই সহোদরাসহ পাঁচজন ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই নৌকায় থাকা আরও ছয় জীবিত যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মৌলভীর বাজার সংলগ্ন নিকাই বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সুবর্ণা আক্তার (১৭) ও ছোট বোন ঝুমা আক্তার (৮), রোদসী আক্তার (৮), জান্নাতুল জয়া (১০) এবং অন্তরা (১০) সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। পরে ৯ জন মিলে সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে পাঁচজনেরই মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহাব্বত কবীর জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মৃত পাঁচজনের পরিচয় নিশ্চিত হয়ে তাদের সুরতহাল লিপিবদ্ধ করেছেন। ‘এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে পাঁচজনের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন