
পাবলিক ভয়েস: রাজধানীর কুতুবখালীতে পানি চলাচলের ড্রেনেজে পড়ে নিখোঁজ ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বেলা ১১টার দিকে নিহত ট্রাকের ভিতর থেকে নিহত ড্রাইভারের লাশ উদ্ধার করা হয়।
এর আগে আজ বুধবার ভোর ৪টার দিকে কুুতুবখালী বড় মাদরাসার সামনে খালপাড়ে রাস্তা ডেবে গিয়ে সিমেন্টবাহী একটি ট্রাক ড্রেনে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার জীবিত উদ্ধার হলেও চালক বেঁচে ফিরতে পারেনি। নিজের আসনেই চালকের মৃত্যু হয়।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষার্থী সাইম মিসবাহ জানান, মাদরসারা সামনের রাস্তায় খালপাড়ে সিমেন্টবাহী ট্র্রাক থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক এবং হেলপার। চালক-হেলপার ঘুমন্ত অবস্থায় ভোর ৪টা দিকে খাল পাড়ের রাস্তা ডেবে গিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। এসময় হেলপার জীবিত উদ্ধার হলেও ড্রাইভারের খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করে। ক্রেন দিয়ে ট্রাকটি ওপরে তোলার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
/এসএস
