নাটোরে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

নাটোরের গুরুদাশপুর উপজেলার গোপিনাধপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লতিফা হেলেন ওরফে মঞ্জু (৩৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লতিফা হেলেন গোপিনাধপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের মেয়ে। তিনি স্থানীয় ব্রিকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গুরুদাশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন