চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
প্রতীকী ছবি

চট্টগ্রামের বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার কলসি দিঘীর পাড় মাহবুবের বস্তিতে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

আগুন লাগার সূত্র ও ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন