চট্টগ্রামে আল ওয়াক্বিয়ার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

এম ওমর ফারুক আজাদ :

চট্টগ্রামে আল ওয়াক্বিয়া হজ্ব কাফেলার তত্ত্বাবধানে ২০১৯ সালের হজ্ব গমনার্থীদের নিয়ে “হজ্ব প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই সকাল ১১টায় নগরীর চকবাজারস্থ হোটেল সাম্পান এ আল ওয়াক্বিয়া ট্রাভেলস এন্ড ট্যুর এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা ইসমাইল কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া পটিয়া’র মুহাদ্দিস, ইসলামী আইন বিশারদ মুফতি শামসুদ্দীন জিয়া। এতে তিনি হজ্বের বিভিন্ন বিধানাবলী, করণীয় ও বর্জনীয় বিষয়ে হজ্ব গমনেচ্ছুদের মাঝে দীর্ঘ সময় প্রশিক্ষণ প্রদান করেন।

মুফতী শামসুদ্দীন জিয়া বলেন, হজ্বে মবরুর পেতে হলে তা এখান থেকে সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ মা-বাবাকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো পাওনা থাকলে তা আদায় করে দিতে হবে। কারো মনে কষ্ট দিলে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। তবেই মক্কায় গিয়ে হজ্বে মবরুর পাওয়া যাবে।
আল ওয়াক্বিয়া ট্রাভেলস এর নির্বাহি পরিচালক মাওলানা সানাউল্লাহ গণী এর সঞ্চালনায় অনুষ্টানের আলোচনা করেন, কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা কারী আতাউল্লাহ গণী ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ।

এতে অন্যান্যদের মাঝে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন জামিয়া শুলকবহর এর মুহাদ্দিস ও জামেয়ার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ তৈয়ব, জামিয়া আশরাফিয়া ঝাপুয়া মহেশখালীর মুহাদ্দিস মাওলানা মুফতি শামসুল আলম।

প্রশিক্ষণ শেষে হাজ্বযাত্রীদের মধ্যে আল ওয়াক্বিয়া ট্রাভেলস এন্ড ট্যুর এর পক্ষ থেকে ইহরাম এবং ইহরাম ব্যাগ, পাসপোর্ট ব্যাগসহ অন্যান্য হজ্ব সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন