সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

বাগেরহাটের সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সজিবুল ইসলামের ভাষ্যমতে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার ৩টার দিকে সুন্দরবনে অভিযান শুরু করেন র‍্যাব-৮ এর সদস্যরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। দীর্ঘ সময় ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। ভোরে বন তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জলদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক বলে শনাক্ত করা হয়। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন