মাগুরায় ছেলেধরা সন্দেহে রোহিঙ্গাকে গণধোলাই

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

আলী আশরাফ, মাগুরা: মাগুরায় ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যায় মাগুরা জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নে রুপদাহ এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার সন্ধ্যায় রোহিঙ্গা সন্দেহে ওই ব্যাক্তি রুপদাহ এলাকায় উঁকিঝুঁকি মারার সময় স্থানীয় লোকদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে মারপিট করা হয়।

এসময়ে সন্দেহভাজন ব্যাক্তিকে নাম ঠিকানা জিজ্ঞাস করলে কোন উত্তর না দেওয়ায় আরও সন্দেহ বেড়ে যায়। পরে পুলিশ ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান জানান, আমাদের মনে হচ্ছে আটক ব্যাক্তিটি মানসিক ভারসম্যহীন ব্যাক্তি। যে কারণে সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারছেনা। আসলে আতংক থেকেই এই বিষয়গুলো হচ্ছে।

মন্তব্য করুন