
সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁপুরে গর্ভপাতের পর শপিং ব্যাগ থেকে শিশু উদ্ধার হওয়ার ঘটনায় গর্ভপাত ঘটানো স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া আটক হলেও সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে ভিন্ন গল্প। গরীব স্বামীর চোখের সামনে দেবরের সাথে অবৈধ সম্পর্কের ফসল ছিলো গর্ভপাত ঘটানো ওই শিশু। স্ত্রী ববিতা খাতনের অবৈধ সম্পর্কের ফসল মেনে না নেওয়াতেই স্বামী আক্কাছ আলীকে নিয়ে গর্ভপাত করায় ববিতা।
এ ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধ গর্ভপাতের মূলহোতা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা পারভিনকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় নিজ বাসা থেকে (হাসপাতাল কোয়ার্টার) তাকে আটক করা হয়। এর আগে তার এই কাজে সহযোগিতার জন্য রিনার গাড়ী চালক উপজেলার জগনাথপুর গ্রামের মইদুল ইসলামের ছেলে নাহিদ হাসার রকিকে (২৩) দুপুরের দিকে আটক করে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা পারভিন দীর্ঘদিন যাবত এই হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অবৈধভাবে গর্ভপাত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২০ জুলাই) শহরের নওদা গ্রামের আক্কাস আলী দম্পতির সরলতার সুযোগ ও ভয়-ভীতি দেখিয়ে বাচ্চা বেঁচে নেই বলে সাত মাস বয়সের নবজাতককে অবৈধভাবে গর্ভপাত করে। এবং বাচ্চাটিকে শপিং ব্যাগে করে হাসপাতালের পরিত্যাক্ত ভবনের পাশে ফেলে রাখে। পরে চা ব্যবসায়ী মনু মিয়ার স্ত্রী নার্গিস বেগম নবজাতকসহ শপিং ব্যাগটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর নবজাতকটি মারা যায়।
নবজাতকের বাবা আক্কাস আলীকে জিজ্ঞাসাবাদে সে রিনার অবৈধভাবে গর্ভপাতের বিস্তারিত ঘটনা পুলিশকে জানায়। এঘটনায় তার বিরুদ্ধে নবজাতক হত্যায় ৩১৬ ধারায় মামলা দায়ের হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মধুগঞ্জের ঢাকালে পাড়ার মৃত আজগর আলীর মেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা পারভিনকে আটক করে।
এদিকে রিনা আটকের পর এলাকাবাসী অভিযোগ করেন, আয়া রিনা পারভিন অবৈধ গর্ভপাত করে সম্পদের পাহাড় গড়েছেন। এঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জানান, রিনার বিরুদ্ধে অবৈধ গর্ভপাতের অভিযোগ পেয়েছি। তার এই কর্মকান্ডের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিব।
সংশ্লিষ্ট খবর:
কোটচাঁদপুরে শপিং ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
অপরদিকে কোটচাঁদপুর পৌর শহরের নওদা গ্রামে সরেজমিনে গিয়ে বেরিয়ে আসে এক অন্য কথা। নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক ব্যক্তি বলেন যে, তারা স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোন মিল ছিলো না। তার কারন তার স্ত্রীর চাহিদা (বিলাসিতা) ছিলো অন্য রকমের। কিন্তু সেই চাহিদা তার গরিব কৃষক স্বামীর পক্ষে মেটানো সম্ভব ছিলো না। তাদের দম্পতি জীবনে এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের পড়ালেখা করানো এবং তাদের চাহিদা পূরণ করে তার স্ত্রীর চাহিদা পূরণ করা ছিলো তার পক্ষে একেবারেই অসম্ভব। আর এই সুযোগ কাজে লাগিয়ে তার স্ত্রী চাচাতো দেবরের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। আর তাদের এই অবৈধ সম্পর্কের ফল সরুপ ববিতা খাতুন গর্ভধারন করেন। কিন্তু আক্কাস আলী এটা মেনে নিতে পারছিলেন না। আর এই সুযোগে ববিতা খাতুনও বলেন তিনি গর্ভপাত করতে রাজি। তখনি তিনি তার স্বামীকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা পারভিন (সম্পর্কে তাদের মামী) এর কাছে এসে কিছু টাকা দিয়ে অবৈধ গর্ভপাত করান এবং নবজাতককে শপিং ব্যাগে করে বাগানে ফেলে দেন।
প্রসঙ্গ, গতকাল শনিবার (২০ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনের পিছন থেকে এলাকাবাসী শপিং ব্যাগে থাকা এক নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। নবজাতক ফেলে পালিয়ে যাওয়ার সময় মা-বাবা জনগণের রোশানলে পড়ে। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়। থানা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আক্কাছ আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় গতকালকেই স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা খাতুন ও অ্যাম্বুলেন্স চালক রকিসহ দুই জনকে আটক করা হয়। এদিকে আজ শনিবার (২০ জুলাই) রাতেই বাচ্চাটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
/এসএস

