হাটহাজারীতে জাবালে নুর হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

ইবনে সালেহ, হাটহাজারী, চট্টগ্রাম:  চট্টগ্রামে জাবালে নুর হজ্ব কাফেলার উদ্যোগে ‘হজ্ব প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন হয়েছে।জাবালে নুর কাফেলার সাথে ২০১৯ সালে হজ্বে যাওয়া হাজীদের নিয়ে রোববার (২১ জুলাই) বিকাল তিনটায় হাটহাজারী এস.এম সুলাইমান মার্কেটস্থ জাবালে নুর হজ্ব কাফেলার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলূম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শায়খুল হাদিস আল্লামা শাহ শেখ আহমদ।

আলোচনা করেন, কাফেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার, সাংবাদিক মাওলানা আজগর সালেহীসহ আরো অনেকে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলাইমান ম্যানশনের সত্ত্বাধিকারী আলহাজ্ব এস.এম সুলাইমান, রূপালী লাইফ ইন্সুইরেন্স হাটহাজারী জোনাল ম্যানেজার মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা ইব্রাহিম আল মাদানী, মাওলানা ইব্রাহিম খলিল ও মুহাম্মদ শাহজাহান প্রমূখ।

প্রশিক্ষণ শেষে হাজীদের মধ্যে ইহরাম এবং ইহরাম ব্যাগ, পাসপোর্ট ব্যাগ সহ হজ্ব সামগ্রী বিতরণ করা হয়।

/এসএস

মন্তব্য করুন