

নীলফামারী সৈয়দপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মকবুল হোসেন (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২০ জুলাই) রাতে উপজেলার শহীদ তুলশীরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। মকবুল সৈয়দপুর উপজেলার মণ্ডল পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরগামী একটি অ্যাম্বুলেন্স সৈয়দপুর শহীদ তুলশীরাম সড়কে পথচারী মকবুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস