
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, শনিবার সাকালের দিকে বোরকা পরিহিতা এই মহিলা সকালে এসে স্কুলের এক বাচ্চাকে চকলেট খেতে বলে। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। মহিলার কথা বার্তা বেগতিক ও সন্দেহজনক মনে হলে লোকজন তার উপর চরাও হয়। স্কুলের অভিভাবক ও স্থানীয় বাজারের লোকজন মিলে পিটিয়ে মেরে ফেলে ওই মহিলাকে।
স্থানীয়রা আরো জানায়, বোরকা পড়ে ২জন মহিলা এবং একজন পুরুষ স্কুলে আসে। তাদের একজনকেই হাতেনাতে আটক করা হয়েছিলো। পুরুষ লোকটি এবং একজন মহিলা স্কুলের বাহিরে দাঁড়িয়েছিলো বলে স্বীকার করে আটক মহিলা। বাহিরের মহিলার কাছে ব্যাগে ছিলো বলে জানায় আটক হওয়া ওই মহিলা। ব্যাগ থাকার কথা শুনেই উত্তেজিত জনতা ওই মহিলার ওপর হামলে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ছেলেধরা সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
/এসএস
