সুনামগঞ্জে বজ্রপাতে বাপ-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

সুনামগঞ্জের জামালগ‌ঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে।

এ খবর নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান, শুক্রবার সকালে পাগনার হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এসময় হাওরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতের শিকার হয়ে বাবা বানু ও ছেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার ক‌রে বাড়িতে নিয়ে আসে।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ব‌লেও জানান তিনি।

/এসএস

মন্তব্য করুন