
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এলাকায় বড়ই গাছ থেকে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের গানধারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিমা আক্তার হোসেনপুর উপজেলার জামাইল এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। সে হোসোনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
লিমা আক্তারের মা আঙ্গুরা বেগম জানান, গত মঙ্গলবার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় লিমা। গতকাল বুধবার রাতে মেয়েকে সঙ্গে নিয়ে শুয়েছিলেন তিনি। হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভেঙে যায়। এসময় তিনি লিমা দেখতে না পেয়ে পরিবারের বাকি সদস্যদের ডাক দেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তারা বাড়ির পাশের পুকুরপাড়ে একটি বড়ই গাছে রক্তাক্ত অবস্থায় লিমার মরদেহ ঝুলতে দেখেন।
এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা পুলিশে খবর দেন।
তার দাবি, লিমা আক্তারকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
জিআরএস/পাবলিক ভয়েস

