বাংলাদেশে “ইসকন”এর কার্যক্রম নিষেধাজ্ঞার দাবি মাওলানা নিজামপুরীর

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

চট্টগ্রামের বেশ কয়েকটি স্কুলে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষ্য মুসলিম ছাত্রছাত্রীদের মাঝে হিন্দুদের দেবতাকে উৎসর্গ করা “প্রসাদ খাদ্য” বিতরণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাও. আশরাফ আলী নিজামপুরী।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এর ফুড ফর লাইফ এর উদ্যোগে গতকাল (১৬ জুলাই) চট্টগ্রামের প্রায় দশটি স্কুলে এই কৃষ্ণ প্রসাদ বিতরণ কর্মসূচী পালন করা হয়। প্রসাদ বিতরণের সময় মুসলিম শিশু কিশোরদের হিন্দু ধর্মের মন্ত্র পড়াতেও বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, ইসলামের পূণ্যভূমি বন্দর নগরী চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম ছাত্রছাত্রীদের রাম কৃষ্ণ পড়িয়ে প্রসাদ বিতরণের দৃশ্যটা খুবই ন্যক্কারজনক ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল। মুসলিম শিশুদের হিন্দুপ্রেমী করে গড়ে তোলার এক হীন ষড়যন্ত্রের অংশ হিসেবেই মুসলিম ছাত্রছাত্রীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।

মাও. নিজামপুরী আরো বলেন, আমরা বহু আগে থেকেই লক্ষ্য করছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ ও দেশের জণগণকে নিয়ে বিভিন্ন মহল গভীর ষড়যন্ত্র করছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইহুদী খ্রিস্টান ও হিন্দুসম্প্রদায়ের লোকেরা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে! মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা মনে করি আজকের এই ন্যক্কারজনক ঘটনা সেই কর্মসূচির অংশ বিশেষ।

মাও. আশরাফ আলী নিজামপুরী আও বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ইসকন হিন্দুদের কোন সংগঠন নয়, হিন্দুবেশধারী ইহুদীদের একটি সংগঠন। “বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা- বাংলাদেশে ‘র’ বইয়ে ১৭১ পৃষ্ঠায় উল্লেখ আছে- “ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর ভরতের নদীয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদীদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি।” এতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অনতি বিলম্বে ৯০% মুসলমানদের দেশে ইসকানের সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এবং চট্টগ্রামের ১০ স্কু্ল কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।

মন্তব্য করুন