
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাজীরচক গ্রামে গোয়াল ঘর থেকে নূরজাহান বেগম (৬০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নূরজাহান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

