হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় শাহীন আলম (৩২) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিডিআর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার দালালপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি ভুট্টা কেনা-বেচার ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ্ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে নামার সময় বিডিআর বাজার এলাকায় ধাক্কা লেগে ছিটকে পরে যান শাহীন আলম। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন