রিফাত হত্যাকান্ড ; নয়ন বন্ডের বসায় আগের দিনও গিয়েছিলো মিন্নি

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত হত্যার ঘটনায় নিহত প্রধান আসামী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের মা দাবি করেছেন ‘নয়ন বন্ড’র সাথে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সব সময়ই যোগাযোগ ছিলো এমনকি রিফাত নিহত হওয়ার আগের দিনও মিন্নি নয়ন বন্ডের বাসায় এসেছিলো বলের দাবি নয়ন বন্ডের মা শাহিদা বেগমের।

তিনি বলেন, ‘রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২৬ জুন (বুধবার)। এর আগের দিন মঙ্গলবারও মিন্নি আমাদের বাসায় এসে নয়নের সঙ্গে দেখা করে।’

মিন্নি সম্পর্কে তিনি আরও বলেন, নয়নের সাথে মিন্নির সব সময়ই যোগাযোগ অব্যাহত ছিলো। রিফাতের সাথে বিয়ে হওয়ার পরও মিন্নি নিয়মিত আমার বাসায় আসা-যাওয়া করতো। প্রতিবেশিরাও দেখেছে তাকে নিয়মিত আসতে। সাধারণত রিফাত মিন্নিকে মটর সাইকেলে করে কলেজে দিয়ে যেতো কিন্তু কলেজ থেকে মিন্নি আমাদের বাসায় নয়নের কাছে চলে আসতো। এরপর আবার যখন কলেজ শেষ হতো তখন আমাদের বাসা থেকে কলেজে গিয়ে রিফাতের সাথে বাড়ি ফিরতো।

নয়নের মা দুঃখ করে বলেন, আমি আমার ছেলেটাকে অনেক নিষেধ করেছিলাম এই মেয়ের সাথে না মেশার জন্য। নয়নের সাথে মিন্নির বিয়ের বিষয়েও আমি রাজি ছিলাম না। জোর করেই নয়ন মিন্নিকে বিয়ে করেছিলো। তখন এসব নিয়ে তার সাথে সমস্যাও হয়েছে অনেক। পরবর্তিতে মিন্নির সাথে তার ছাড়াছাড়ি হলেও মিন্নির সাথে নয়নের যোগাযোগ ও সম্পর্ক অব্যাহত ছিলো।

রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নি জড়িত দাবি করে নয়নের মা শাহিদা বেগম বলেন, ‘রিফাতের সঙ্গে মিন্নির বিয়ের খবর পাওয়ার পর আমি আমার ছেলেকে অনেক নিষেধ করেছি, যোগাযোগ না রাখতে। কিন্তু আমার ছেলে নয়ন কখনও আমার কথা শুনত না। ওর মনে যা চাইতো ও তা-ই করত। নয়ন যদি আমার কথা শুনত তাহলে এমন নির্মম ঘটনা ঘটত না।’

তবে এসব বিষয়ে মিন্নি কোনো কথা বলতে রাজি হয়নি এমনকি তার সাথে কারও কথা বলার পথও বন্ধ করে রেখেছেন তার বাবা-মা। এদিকে পুলিশের সাথে এসব বিষয়ে আলাপ করা হলে তারা জানান, প্রয়োজনে মিন্নিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত : গত ২৬ জুন বুধবার বরগুনায় প্রকাশ্যে নয়ন বন্ড ও তার সঙ্গীরা কুপিয়ে হত্যা করে রিফাত ফরাজীকে। তখন একটি ভিডিও ফুটেজে রিফাতের স্ত্রী মিন্নি তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন এমনটা দেখে গেলেও এই ঘটনার নতুন একটি ভিডিও ফুটেজ এসেছে গত বুধবার। যেখানে দেখা যায় মিন্নি খুব স্বাভাবিক ছিলেন পুরো ঘটনার সময় এমনকি রিফাতকে মারধর শুরু করার পরও মিন্নি স্বাভাবিক গতিতেই হেটে যাচ্ছিলেন এবং রিফাতকে কুপিয়ে নয়নরা চলে গেলেও রিফাত তার স্ত্রীর দিকে তাঁকায়নি বরং উল্টো দিকে চলে গেছে। এই ভিডিও ফুটেজ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে মিন্নিকে নিয়ে। রিফাত হত্যাকান্ডের সাথে জড়িত বেশিরভাগ আসামী গ্রেফতার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড়ালো দাবি আসছে, মিন্নিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্য।

মন্তব্য করুন