টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, নগরবাসী দূর্ভোগ চরমে

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯
ছবি: মুন্না আশিকুল মাওলা

টানা বৃষ্টি হচ্ছিল রাত থেকে। সকালে তুমুল বর্ষণ শুরুর পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে পানি জমে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে গাছপালাও। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে চট্টগ্রাম নগরীতে।

অতিবৃষ্টির কারণে পাহাড় ও ভূমিধস জনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন ও কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। যে কোনো প্রয়োজনে ৬৩৪৮৪৩ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে যেসব এলাকা জলমগ্ন হয়ে পড়ার খবর পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে বহদ্দারহাট, ২ নাম্বার গেট, মুরাদপুর, চকবাজার, অক্সিজেন, সল্টগোলা, কমার্স কলেজ এলাকা, প্রবর্তক মোড়, খুলশি বিজিএমইএ রোড, পাঁচলাইশ রোড, রিয়াজুদ্দিন বাজার, তিন পুলের মাথা, শোলকবহর, বাদুরতলা, ডিসি রোড, মেহেদীবাগ, আগ্রাবাদ, রাহাত্তারপুল, খাতুনগঞ্জ, রহমতগঞ্জ, হালিশহর ও নয়াবাজার, অলংকার মোড় সহ নিচু এলাকায় সূমহ।

নগরীর প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নগরবাসীর ভরসা এখন রিকশা, অটোরিকশা, ভ্যান ও টেম্পো। বিভিন্ন সড়কে পানি জমে অফিসগামী যাত্রীদের নাকাল হতে হয়েছে দিনের শুরুতেই। মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত আক্তারুজ্জামান ফ্লাইওভারেও হাঁটু পানি জমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাসাবাড়ি, বাজার সব জায়গায় এখন হাঁটু থেকে কোমরসমান পানি। এই বিরূপ আবহাওয়ার মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী আর জীবিকার তাগিদে পথে নামা মানুষকে যানবাহন না পেয়ে কষ্টে ভুগতে হচ্ছে। কোনো গাড়িতে উঠতে পারলেও যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, এরকম ভারী বৃষ্টিপাত আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।

/এসএস

মন্তব্য করুন