বাকেরগঞ্জে ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৯
পুলিশের হাতে আটক দম্পতি।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ জুলাই) দিনগত রাতে উপজেলার ছোট কৃষ্ণকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের মৃত কাছেম গাজীর ছেলে আইয়ুব গাজী (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কৃষ্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আইয়ুব গাজী ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন