নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

নেত্রকোণার মদন উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রুবিনা ও সুইটি নামে পাঁচবছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার নায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুবিনা নায়েকপুর গ্রামের মজিবর মিয়া মেয়ে ও সুইটি একই গ্রামের মুখলেছুর রহমানের মেয়ে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় ওই দুই শিশু গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। শিশু দুই সাঁতার জানতো না বলে জানা গেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন