
ময়মনসিংহে অভিযান চালিয়ে ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার (১২ জুলাই) রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শহরের শম্ভুগঞ্জ ও সানকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা শহিদুল ইসলাম (৫৫), সোলায়মান (৪৮), আবুল হোসেন (৪৫), ফিরোজা বেগম (৬৫), হেলেনা বেগম (৫০) ও কামাল আহম্মেদকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১১০ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মাদকবিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস

