শাহপরীর-দ্বীপের দারুশ শরীআহ্ আল-ইসলামীয়া মাদরাসার প্রতিষ্ঠাতার ইন্তেকাল

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

সিলেটের শাহপরীর-দ্বীপের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা দারুশ শরীআহ্ আল-ইসলামীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমান উল্লাহ্ সাঈদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

তিনি ১৯৮৫ সালে শাহপরীর-দ্বীপ বাজার পাড়ায় দারুশ শরীআহ্ আল ইসলামী প্রতিষ্ঠা করেন৷

পরিবার সূত্রে জানা যায় মরহুমের নামাযে জানাযা বাদে জুমা দুপুর ২ টায় শাহপরীর-দ্বীপ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। সকলে মরহুমের জানাযায় শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিল করুন৷

মৃত্যুকালে তিনি বারোজন ছেলে পাঁচজন মেয়ে সাতজন সন্তান রেখে যান। তিনি শাহপরীর-দ্বীপের হাজারো আলেমের উস্তাদ ও প্রবীণ মুরব্বী ছিলেন৷

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন