ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

বরিশালের ঝালকাঠির কীর্তিপাশার ভিমরুলী এলাকায় পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ওই এলাকা পরিদর্শনে যান।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ফুল দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রবার্ট মিলার ট্রলারে করে পেয়ারার বাগান ও পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করার পর তিনি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজিচাষিদের সঙ্গে কথা বলেন।

চাষিরা রাষ্ট্রদূতকে কাছে পেয়ে আপ্লুত হন। এ সময় রাষ্ট্রদূত মিলার চাষিদের জড়িয়ে ধরেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন