কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

কুড়িগ্রাম সদরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই) ভোরে উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আলতাফ হোসেনের ছেলে আনিছুর রহমান তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাতে বাবার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর পর আজ বুধবার ভোরে নিজ বাড়ি থেকে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়।

আনিছুর রহমান অভিযোগ করেন, গত ৬ জুলাই রাতে কর্মস্থল ঢাকা থেকে বাড়ি ফিরে বাবা আলতাফ হোসেন ও তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে মামলা দায়ের করেন।

ওই গৃহবধূর অভিযোগ করেন, স্বামী বাড়িতে না থাকার সুবাদে এরআগেও কয়েকবার শ্বশুর তাকে ধর্ষণ করেছে। লোকলজ্জার ভয়ে এ ঘটনা কাউকে জানাননি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন