সরকারী ব্যাবস্থাপনায় হজ্বে যাচ্ছেন দেশের ৫৫ আলেম

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯

১৪৪০ হিজরী তথা ২০১৯ সালের হজ্ব পরামর্শক/দিক-নির্দেশক হিসেবে রাষ্ট্রীয় খরচে দেশের ৫৫ জন আলেমকে টিম আকারে গঠন করে সৌদি আরবে হজ্বে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ধর্ম  মন্ত্রণালয়। ৯ জুলাই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হজ্বের সকল সুযোগ-সুবিধাসহ যাবতীয় ব্যাবস্থাপনা করে এই আলেমদের সৌদি আরবে হজ্বে নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব বিষয়ক কার্যক্রমের সাথে জড়িত কয়েকজন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনীত ওলামা-মাশায়েখগণ বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সম্ভাব্য ৪.৮.২০১৯ খ্রিস্টাব্দ তারিখের দু’একদিন আগে পরে সৌদি আরব গমন করবেন এবং বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৩.৮.২০১৯ ইং তারিখে বা নিকটবর্তী কোনো তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। মনোনীত ওলামা-মাশায়েখগনেরর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে এবং আগামী ১৫.০৭.২০১৯ তারিখের মধ্যে হজ্ব বিষয়ক সামগ্রিক কাগজপত্র ধর্ম মন্ত্রণালয় জমা দিতে হবে।

৫৫ জন আলেমের তালিকায় রয়েছেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আ. হালিম বোখারী, গহড়ডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন, ঢালকানগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, কিশোরগঞ্জ চমকপুর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রধান মাওলানা ইয়াকুব, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্ তৈয়ব, আল্লামা শফীপূত্র মাওলানা আনাস মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার প্রিন্সিপাল সালাউদ্দিন নানুপুরী, চরমোনাই আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল-মাদানী, শর্ষিনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শওকত আলী, মিরপুর ঢাকা আকবর কমপ্লেক্স এর প্রিন্সিপাল মুফতী দেলোয়ার হোসাইন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর মুহতামিম মাওলানা মিজানুর রহমান সাঈদ।

তালিকায় আরও আছেন, রামপুরা বনশ্রী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া মাহমুদ, আফতাব নগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মোহাম্মদ ইয়াহিয়া, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নিয়ামত উল্লাহ আল ফরিদী, সিলেট গহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ইকরা বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওসমান গনি, পটিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা রেজাউল করিম।

এছাড়া আরো আছেন মাওলানা উসামা আমিন, মাওলানা মোঃ নজরুল ইসলাম আল মারুফ, মোঃ আব্দুর রশিদ, মাওলানা শওকত আলী কাসেমী, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা আকরাম আলী, মাওলানা মুফতি শামসুজ্জোহা, মাওলানা মহিবুল হক, মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মাওলানা ইসরাফিল, মাওলানা আকতার হোসেন সহ সর্বমোট ৫৫ জন আলেম।

মন্তব্য করুন