
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেরাম খেলা নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুরে এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গাজিপুর বাজারে কেরাম খেলা নিয়ে পূর্বপাড়ার মুস্তু মিয়ার ছেলে আবেদ ও পশ্চিম পাড়ার শিশু মিয়ার ছেলে শরিফ মিয়ার মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসা করতে গত সোমবার রাতে দুই পক্ষ সালিশে বসে। সালিশে মিমাংসার পর রাতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এর জেরে আজ মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষ পুনরায় দেশীয় অস্ত্রসহ খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বিজয়নগর থানার পরিদর্শক (ওসি- তদন্ত) আদিত্য কুমার সুমন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

