
লক্ষ্মীপুরের রামগঞ্জে আনিছুর রহমান আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার (৮ জুলাই) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মহসিনকে (৩০) আটক করেছে পুলিশ।
আজাদ উপজেলার নান্দিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি যুবলীগ কর্মী ছিলেন। আটক মহসিন একই গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- ইব্রাহিম মিয়া ও রিয়াদ হোসেন টিটু। এদের মধ্যে ইব্রাহীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিয়াদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রিয়াদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে মাদকসেবী মহসিন। বিষয়টি মামা আজাদকে জানালে তিনি মহসিনের কাছে এর কারণ জানতে চান। এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহসিন আজাদকে কুপিয়ে হত্যা করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস

