
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় পাহাড় ধসে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে আজ সোমবার বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুটি ঘর পাহাড় ধসে ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের মধ্যে তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়ে উজ্জ্বল মল্লিকের মৃতদেহ উদ্ধার করে। পরে তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, পাহাড় ধসে এক শিশু ও মহিলা মারা গেছে।
রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

