সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে (৮ জুলাই) সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার নেসার আহমেদের স্ত্রী সাহারা খাতুন (৫৬) ও তার ছেলে সোহেল (২২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহারা খাতুন। এসময় মাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সোহেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

সোহেল বাজারের কাপড় দোকানের কর্মচারী ছিলেন। সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন