
আলী আশরাফ, মাগুরা: মাগুরার শালিখা উপজেলার টিওরখালি গ্রামে গত শনিবার রাতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গলায় ওড়না পেচিয়ে মারাত্মক আহত ওই ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ওই স্কুল ছাত্রী জানায়, রাত ১টার দিকে তার ঘরের টিনের বেড়া কেটে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে তাকে বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে গিয়ে তার হাতপা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তার পা ও একজন তার হাত চেপে ধরে। অন্যজন ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।
এ সময় দুর্বৃত্তরা সে মারা গেছে মনে করে তাকে ফেলে রেখে চলে যায়। প্রায় ১ ঘন্টা পর জ্ঞান ফিরলে মেয়েটি বহু কষ্টে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের ঘটনা জানায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে শালিখা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনে।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার মা।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান- এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর আছে। কারা ও কেন এ ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে।

