
নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল হালিম দুলাল (৫৫) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ রোববার (৭ জুলাই) দুপুরে ওই শিক্ষককে স্কুল থেকে আটক করা হয়।
আটক আব্দুল হালিম শিক্ষক উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষের মধ্যে কুজিপুকুর গ্রামের ৫ম শ্রেণি এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানসমূহে অনুভূতি সৃষ্টির মাধ্যমে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এসময় ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিক্ষক দুলালকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম দুলালকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস

