চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের কিশোরী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আবদুন নুরের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, কোরিয়ান ইপিজেড সংলগ্ন পাহাড়ের ঢালে কেইপিজেডের নারীকর্মীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আবদুন নুরের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে গত বুধবার রাতে আনোয়ারা থানার চৌমুহনী এলাকার কালার মার দিঘীর অন্ধকার ঝোপের পাশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোরীকে। ওই কিশোরী কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ করতেন।

দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে যায়। মেয়েটি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর বৃহস্পতিবার ওই কিশোরীর ভাই অজ্ঞাত চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন