
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা রেললাইন এলাকায় এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ রেললাইনের উপর ফেলে রেখে যায় তারা। আজ শনিবার (৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ওই তরুণীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ১৬ বছর বল জানিয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মোহরা রেললাইনের উপর এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ওই তরুণীর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করে রেললাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম রেলওয়ে ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মরদেহের সুরতহাল করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জিআরএস/পাবলিক ভয়েস

