

আলী আশরাফ, মাগুরা: মাগুরা সদর উপজেলার বাগবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্র মোঃ হাবিবুল্লাহ(১৫)কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩ টার দিকে দারুল কুরান হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মাদরাসাছাত্র মহাম্মাদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের গরীব কৃষক আলতাফ হোসেনের ছেলে।
হাসপাতালে ভর্তি হাবিবুল্লাহ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পড়ালেখা শেষে সহপাঠীরা মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দায় ঘুমাতে যাই। রাত সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা আমার গলাই ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় চিৎকার দিলে হামলাকারীরা মাথার পেছনে আরও একটি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. অমর প্রসাদ জানান, গলা ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতে মাদরাসা ছাত্র হাবিবুল্লাহ গুরুতর জখম হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’