
সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মৃনাল দাশ পুরকায়স্থ মিলন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি দিঘলী দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃনাল দাশ পুরকায়স্থ মিলন দিঘলী গ্রামের মৃত হেমেন্দ্র দাশ পুরকায়স্থের ছেলে। তিনি সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সহোদর।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মৃণাল দাশ পুরকায়স্থ হেঁটে বাড়িতে ফিরছিলেন। এমন সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

