

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার নেগরি সেমবিলান সেরেম্বানে লিয়াকত আলী (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে তাংকু জাফর বুকিতরাছা মেডিকেলে নিয়ে যায়। পরে হাসাপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
লিয়াকত আলী সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মান্নারগাঁও ইউনিয়নের কাঠাখালী গ্রামের বাসিন্দা। ২০১৬ সালের প্রথম দিকে উন্নত জীবন জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। অবৈধভাবে সেখানে কাজ করছিলেন লিয়াকত। দালালের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি বৈধ হতে পারেননি। তার আগেই লাশ হয়ে দেশে ফিরছেন লিয়াকত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
/এসএস