
মাগুড়া প্রতিনিধি: মাগুরা গলাকেটে যুবক আল আমিন হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের পৃথক অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়।
বুধবার (০৩জুলাই) সকাল ০৮:০০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন কুকিলা বাড়ডাঙ্গা গ্রামে জনৈক নাসিরের পাট ক্ষেতে একটি গলা কাটা মৃত দেহ উদ্ধার করে মাগুরা জেলা পুলিশ।
বিভিন্ন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা পুলিশের একাধিক টিম ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে । এক পর্যায়ে আজ বৃহস্পতিবার ( ০৪ জুলাই) আলামিন হত্যাকান্ডে জড়িত। আটকৃতরা হলো- মাগুরা সদরের ঘোড়ানাছ পূর্বপাড়ার মো. নুরুল হক মোল্যার ছেলে মো. শরিফুল মোল্যা (২০), জগদল খান পাড়ার মো. বশির খানের ছেলে মো. মানজাল খান (১৮), মহিষাডাঙ্গা হাটপাড়ার মৃত আফজাল মন্ডলের মো. সুমন হোসেন মন্ডল (২১)
হত্যাকান্ডে আসামী শরিফুল নিজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িত আরো তিনজনের নাম প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মানজাল ও সুমনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এবং তাদের দেখানো ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়।
প্রসঙ্গ, মঙ্গলবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায় সীতা পাগলের আশ্রমসংলগ্ন রাস্তার পাশ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় না পাওয়ায় সেখান থেকে উদ্ধার হওয়া একটি স্যান্ডেল দেখে নিহতের চাচাতো ভাই লাশ সনাক্ত করেন।
নিহত যুবকের নাম ইমন (২৫), পিতা ইসলাম মোল্লা, গ্রাম ধল্লা চানপুর । সে এইচএসসি পাশের পর ঢাকায় চাকুরিরত ছিলো, ছুটিতে বাড়ি এসেছে বলে প্রাথমিকভাবে যানা গেছে।
সংশ্লিষ্ট খবর:
মাগুরায় যুবকের মাথা বিহীন মরদেহ উদ্ধার
/এসএস

