

আজ বুধবার বেলা ১১টায় আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধিনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী গড় পাসের হার ৭৩.৫১%। এর মধ্যে ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন।
ঘোষিত ফলাফলে বিচ্যুতি বা অসংগতি দেখা দিলে অথবা কোন আপত্তি থাকলে তা নিরসনে পুনঃনিরিক্ষণ করতে চাইলে হিজরী ২০/১১/১৪৪০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া কোনো বিষয়ে নজরে সানী করাতে চাইলে প্রতি বিষয়ের জন্য মারহালার সমপরিমাণ ফিসহ স্ব স্ব বোর্ডের মাধ্যমে ৩০/১১/১৪৪০ হিজরীর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে লিখিত আবেদন করতে হবে।
এবারে কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন।
এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৮,৫৬৬ জন; ছাত্রী ৮,২২২ জন; মোট ২৬,৭৮৮ জন। সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।
বেলা ১১টায় প্রকাশিত ফলাফল হাইয়াতুল উলইয়ার নিজস্ব ওয়েবসাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। মোবােইল ফোনে ফলাফল পেতে যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।
প্রসঙ্গত, আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে ৩৬১টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
গত ৮ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের কারণে দুই দফা পরীক্ষা স্থগিত করতে হয় হাইয়াতুল উলইয়াকে। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগে গতমাসের ১২ এপ্রিল ও ২৩ এপ্রিল মোট দুটি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ২৫ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়ে ২ মে পরীক্ষা শেষ হয়।