হাইআতুল উলয়ায় পাশের হার ৭৩.৫১; মুমতায- ছাত্র ৯৫৯, ছাত্রী ৯২ জন

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

আজ বুধবার বেলা ১১টায় আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধিনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী গড় পাসের হার ৭৩.৫১%। এর মধ্যে ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন।

মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন।

এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৮,৫৬৬ জন; ছাত্রী ৮,২২২ জন; মোট ২৬,৭৮৮ জন। সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।

বেলা ১১টায় প্রকাশিত ফলাফল হাইয়াতুল উলইয়ার নিজস্ব ওয়েবসাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। মোবােইল ফোনে ফলাফল পেতে যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

এর আগে গত ২২ জুন রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুমে (ফরিদাবাদ মাদরাসা) সংস্থাটির চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চলতি মাসের ৩ তারিখের ফলাফল ঘোষণার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে ৩৬১টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

গত ৮ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের কারণে দুই দফা পরীক্ষা স্থগিত করতে হয় হাইয়াতুল উলইয়াকে। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগে গতমাসের ১২ এপ্রিল ও ২৩ এপ্রিল মোট দুটি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ২৫ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়ে ২ মে পরীক্ষা শেষ হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন