৯ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলো মা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার মহানগরীর রায়ের মহলের দক্ষিণ পাড়া বাঙ্গাল বাড়ি রোডে ৯ মাসের এক শিশু ছেলে মেহেবকে গলা কেটে হত্যা করেছেন মা।

আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত শিশু এই এলাকার জামাল হোসেনের ছেলে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, বটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী ছেলে শিশুটিকে হত্যা করেছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

শ্রাবণী আক্তারকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলছেন। তবে নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, আমার ভাবি তার মাথায় সমস্যা আছে। এ কারণে তাকে অনেক বার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ডাক্তারা কোন সমস্যা পান নি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন