কাপ্তাইয়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মা-মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার দুর্গম গবাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সুই খই মারমা ও তার মেয়ে ম্যসংনু মারমা (২৫)।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফউদ্দিন বলেন, আজ মঙ্গলবার ভোরে দুর্গম গবাছড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরো বলেন, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। লাশ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন