এবার চট্টগ্রামে যুবককে প্রকাশ্য পিটিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকের বাসিন্দা মো. মহসিন (২৬) নামের এক যুবলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। এমনই একটি ভিডিও গতকাল রোববার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

গতকাল রোববার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার অধীন বিশ্বকলোনি এন ব্লকে এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনে সে চিত্র ধরা পড়েছে ঘটনাস্থলের পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায়।

আহত মহসীন ৯নং উত্তর পাহাড়তলি আ.লীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থক। স্থানীয়রা জানান আনুমানিক বিকেল ৫ টার দিকে একদল সন্ত্রাসী মহসীনের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কুপায় ও স্টাম দিয়ে পিটিয়ে যখম করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। মারধরের শিকার মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে। আটকরা হলেন, মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭), মো. সাজু (২৪), মো. বেলাল (২০) ও মো. তারেক (১৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক স্থানীয় বাসিন্দা জানান বেশকিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর জহরুল আলম জসিমের সমর্থক ও আ.লীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থকদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এর আগে গত (২৯জুন) রাতে মহসীন ও কাউন্সিলর সমর্থক যুবলীগ নেতা জুয়েলের সাথে বাকবিতণ্ডায় হয়।

আকবরশাহ থানার অধীন ৯নং উত্তর পাহাড়তলি যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিব বলেন, কাউন্সিলরের সমর্থক, জুয়েল জলদস্যু, খোকন জলদস্যু, পারভেজ, ফারহান, রাব্বি, তুহিন আরো অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা দিন দুপুরে এলাকায় ঢুকে মহসীনকে স্টাম দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে চলে যায়।

নগরের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মহসিন নামে এক যুবককে মারধরের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।’

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন