কুরআনের মহৎ জ্ঞানেই আমি পূর্ণতা ও শান্তি খুঁজে পেয়েছি : জায়রা ওয়াসিম

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

মাত্র পাঁচ বছরের বলিউড জীবনে তুমুল জনপ্রিয় হয়ে উঠা কিশোরী কাশ্মীরকণ্যা জায়রা ওয়াসিম বলিউড ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে ইংরেজিতে লেখা দীর্ঘ এক পোস্টে তিনি বলিউডে আসা, নিজের উপলব্দি এবং এই রূপালী জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে।

দীর্ঘ সেই পোস্টে এক স্থানে তিনি লিখেছেন, “কোরানের মহৎ জ্ঞানের মধ্যেই আমি পূর্ণতা ও শান্তি খুঁজে পেয়েছি। হৃদয় যখন তার স্রষ্টার জ্ঞান অর্জন করতে পারে তখনই সে শান্তি খুঁজে পায়” আমি সেই শান্তি কুরআনে খুঁজে পেয়েছি। কুরআন হলো মহান এবং ঐশ্বরিক জ্ঞান, এতে পর্যাপ্ততা এবং শান্তি পাওয়া যায়। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তাঁর গুণাবলী, তাঁর রহমত এবং তাঁর আদেশের জ্ঞান অর্জনের সময় শান্তি পায়।

জায়রা ওয়াসিম তার পোস্টে বলিউড ছেড়ে দেওয়ার কারণ হিসেবে লিখেছেন, তিনি নিজের ঈমান ঠিক রাখতে বলিউড ছেড়েছেন। বলিউডের পরিবেশ এবং তার এই ফিল্মি দুনিয়ার কাজ নিজের ঈমান ঠিক রাখতে সমস্যার সৃষ্টি করে বলে তিনি বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

জায়রা ওয়াসিম বলিউডের সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ খ্যাতি পাওয়া কিশোরীদের মধ্যে অন্যতম ছিলেন। কাশ্মীরে জন্ম নেওয়া এই মায়াবতী কিশোরী কণ্যা তার অভিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। তিনি বলিউড অভিনেতা আমির খানের হাত ধরে বলিউডে আসেন এবং তার সাথে দুটি ছবিতে অভিনয় করে খুব অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। “সিক্রেট সুপারস্টার” নামে একটি মূভিতে তিনি একাই মূখ্য চরিত্রে অভিনয় করেন। যেখানে সমাজের অসংখ্য বাধা-পেরিয়ে তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে ওঠার গল্প দেখিয়েছিলেন। নিজেকে গোপন রেখে গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠার গল্প ছিলো সেই ছবিতে।

জায়রা ওয়াসিম তার অভিনয় করা দুটি ছবিতেই ফিল্মফেয়ারসহ বলিউডের সম্মানজনক অনেক পুরস্কার অর্জন করেছেন। অনেকেই ভবিষ্যতে তার বর্ণিল বলিউড ক্যারিয়ারের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু কেবল ধর্মবিশ্বাস ও ইসলামের আইন মানতে এই সেলিব্রিটিত্বের জীবন ছেড়ে দেওয়ায় ভারতসহ বিশ্বের অসংখ্য প্রাকটিসিং মুসলমানরা তার এই বলিউড ছেড়ে দেওয়াকে স্বাগত জানিয়েছেন। অনেকেই তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে।

মন্তব্য করুন