খুলনায় জঙ্গি সন্দেহে এক যুবক আটক

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় জঙ্গি সন্দেহে মাহমুদ হাসান অনিক নামে এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গতকাল রোববার (৩০ জুন) দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর শেখপাড়া এলাকার জনতা ব্যাংক গলির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করে মিডিয়া কর্মীদের বলেন, সন্দেহের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে ওই যুবকের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না।

মন্তব্য করুন