কেশবপুরে এক কিশোরকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

যশোর জেলার কেশবপুর উপজেলায় আবু শাহিন (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করেছে ৪ জন দুর্বৃত্ত। আবু শাহিন কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার মোড়লের ছেলে।

গতকাল শুক্রবার পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে গতকাল শুক্রবার (২৮ জুন) সকালে বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। দুর্বৃত্তরা যাত্রী সেজে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের পথের মাঝে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ভ্যান নিয়ে চলে যায়।

স্থানীয়রা রাস্তার পাশে পরে থাকতে দেখে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলকোট ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহির রায়হান জানান, “সকাল ১০টার দিকে আমি ঘটনাটি শুনেছি তার ভ্যানে ৪ জন ছিলো। তার ভ্যানের দাম প্রায় ২৫ হাজার টাকা। শাহীন সুস্থ হলে রহস্য উদঘটন হবে বলে আশা করা যাচ্ছে। একারণে থানায় জিডি বা কোন অভিযোগ করতে পারিনি।

এঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, সম্ভবত পূর্ব শত্রুতার জেরে ছেলেটিকে ধানদিয়ায় এনে হামলা চালিয়েছে। তাদের একজনকে ছেলেটি চিনতে পেরেছে। তিনি আরও জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন