
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক-মেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নিহতদের মধ্যে ম্যাক্সি চালক চুনারুঘাট উপজেলার বাসিন্দা জাহেদ মিয়া (২৫)। নিহত অপর ট্রাক হেলপারের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মাধবপুর থেকে হবিগঞ্জগামী মেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেক্সির চালক এবং ট্রাকের হেলপার নিহত হন। আহত হন শিশুসহ তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ এবং আহতদের উদ্ধার করে।
এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
জিআরএস/পাবলিক ভয়েস

