দাউদকান্দিতে বাস দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
ডোবায় পড়ে যাওয়া রয়্যাল কোচ পরিবহনের বাস।

কুমিল্লার দাউদকান্দিতে রয়্যাল কোচ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেছে। এতে দুই নারী যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের টাইমটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলো।

এ বিষয়ে জানতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারা যায়নি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন