

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে বিউটি বেগম (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৬ জুন) রাতে এ বজ্রপাত হয়। বিউটি বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে। হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যক্তিগত কাজ সেরে দুপুরে বৃষ্টির মধ্যে বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিলেন বিউটি। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরএস/পাবলিক ভয়েস