

দিনাজপুরের বিরলে ও বোচাগঞ্জে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে বিরল উপজেলার উত্তর মাধবপুর বাজারে এবং বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের গোধাপুকুরস্থলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরল উপজেলার উত্তর মাধবপুর গ্রামের জীবন চন্দ্র রায়ের ছেলে সার্ণিক চন্দ্র রায় (৪৫), হরিশচন্দ্রপুর গ্রামের সুমন্ত চন্দ্র শীল (৪২) ও বোচাগঞ্জ উপজেলার গোধাপুকুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন (৪০)। বজ্রপাতে আহত হয়েছেন নুচুগ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৪২)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ও বিরল উপজেলার গতকাল মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, রাতে হঠাৎ বৃষ্টি শুরু হলে উপজেলার উত্তর মাধবপুর বাজারের পাশের একটি দোকানে আশ্রয় নেন কয়েকজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সার্ণিক চন্দ্র রায় ও সুমন্ত চন্দ্র শীলের মৃত্যু হয়। আহত হন রঞ্জিত চন্দ্র রায়। স্থানীয়রা দ্রুত রঞ্জিতকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, রাত ৮টায় বাড়ির পাশে নিজের চায়ের দোকানে কাজ করছিলেন মাহমুদা খাতুন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জিআরএস/পাবলিক ভয়েস