
মৌলভীবাজারের কুলাউড়ায় দূর্ঘটনা কবলিত এলাকায় অতি উৎসাহীদের ফেসবুক লাইভে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের।
ফলে বাধ্য হয়ে মাইকিং করে দুর্ঘটনা এলাকা থেকে উৎসুক জনতাকে সরে যেতে বলছে পুলিশ। সেই সঙ্গে ফেসবুকে লাইভ করা বন্ধ করতে আহ্বানও জানায় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এলাকা থেকে উৎসুক জনতাকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে ফেসবুক লাইভ বন্ধ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে দূর্ঘটনায় পতিত ট্রেন যাত্রীদের মালামাল চুরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কিছু অসাধু মানুষ। আহত যাত্রীদের উদ্ধারের বদলে তাদের মালামাল নিয়ে সটকে পড়ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান জানানা, বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটকও করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ব্রিজ ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়ে খালে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আহত অন্তত দুই শতাধিক।
রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।
সংশ্লিষ্ট খবর:
মৌলভীবাজারে ব্রিজ ভেঙে ট্রেনের বগি খালে; নিহতের সংখ্যা বেড়ে ৭
/এসএস

